
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে নবজাতক কন্যা শিশু। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লংগরপাড়া উচ্চ বিদ্যালয় ভবনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং প্রায়ই বিদ্যালয় ভবনে রাত কাটাতেন। সেদিন সন্ধ্যায় নবজাতকের কান্না শুনে এলাকাবাসী সেখানে ছুটে গিয়ে দেখেন, নারীটি সদ্য সন্তান জন্ম দিয়েছেন। পরে তারা মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন। শিশুটি সুস্থ থাকলেও মা শারীরিকভাবে দুর্বল।
খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী জানান, “আমরা সমাজিকভাবে মা ও শিশুর সেবার ব্যবস্থা করেছি। তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা জরুরি।”
শ্রীবরদী সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান বলেন, “আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়েছে। মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. হাসিব-উল-আহসান জানান, মা ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তে প্রশাসনিক তৎপরতা চলছে।