• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
  • ইপেপার

ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলবাড়ীর প্রথম শহীদ মিনার চত্বরে উম্মক্ত পতাকা ষ্টান্ড এর উদ্বোধন ও চিত্রাংকণ প্রতিযোগিতা

প্রকাশক / ১০৯
শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রকৃত সাংবাদিকতার সংগঠন “ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব” ফুলবাড়ী, কুড়িগ্রাম এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি আজ শুক্রবার ইং-০১/০৩/২০২৪ তারিখ সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে সংগঠনটি। ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী থানা সংলগ্ন ফুলবাড়ীর প্রথম শহীদ মিনার চত্বরে এ আয়োজন করেন সংগঠনটি। ১ম প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে সকাল ০৮.০০ ঘটিকায় জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন, সকাল ১০.০০ ঘটিকায় শিশু কিশোরদের মাঝে চিত্রাংকণ প্রতিযোগিতা, দুপুর ১২.০০ ঘটিকায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের মিলনায়তন “শহীদ লুৎফর রহমান” এর শুভ উদ্বোধন, দুপুর ০২.০০ ঘটিকায় শহীদ মিনার চত্বরে উম্মক্ত পতাকা ষ্ট্যান্ড উদ্বোধন, গুনি সম্মাননা প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান আব্দুল হাই সরকার (বীর প্রতীক) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাঈল হোসেন বাদল, কবি ও গল্পকার মোঃ আব্দুল মান্নান আকন্দ, চারণ কবি ক্ষ্যাত কবি আজিজুল হাকিম মন্ডল, আঃ খালেক মিয়া, সাবেক অধ্যক্ষ, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রী কলেজ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সহ ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ ইউসুফ আলী সংগ্রামী এবং সঞ্চালনায় ছিলেন কবি, লেখক ও সাংবাদিক মোঃ নাজমুল হাসান। এসময় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুস আলী আনন্দ সহ বক্তব্য পেশ করেন সাংবাদিক মাইদুল ইসলাম, নাজমুল হুদা এবং বিশেষ অথিতিগন উপস্থিত প্রধান অতিথি। এ সময় ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুস আলী আনন্দ ফুলবাড়ীর প্রথম শহীদ মিনারটি পূর্ণ সংস্কারের দাবী জানায় এবং দেশ জাতির কল্যানে নিবেদিত সৈনিক হিসেবে বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকের আহব্বান জানায়। তিনি আরো বলেন যে, ফুলবাড়ীতে উম্মক্ত পত্রিকা ষ্ট্যান্ড-এ প্রতিদিনের খবরের কাগজ পাওয়া যাবে। এতে করে সর্বস্তরের মানুষ অতি সহজে পত্রিকা পাঠ করতে করতে পারবে। বক্তব্য শেষে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার সহ প্রতিযোগিতায় ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়। একই সাথে কুড়িগ্রামের কৃতি সন্তান মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীনে বিশেষ অবদান রাখায় আব্দুল হাই সরকার (বীর প্রতীক)কে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মননা পুরুস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন