সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ ষ্টীলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের গাড়িটি ওই দুর্ঘটনার শিকার হয়।
ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার ৭০-৮০ টি পরিবহন আটকে রয়েছে। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরেও গেছেন বাড়িতে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে বিভিন্ন কোম্পানি কিছু বাড়তি গাড়ি যোগাড় করে যাত্রীদের পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। গাড়ি রেখে চালক, হেলপার সকলে পালিয়ে গেছে।