ডুমুরিয়া মনোহরপুর গ্রামে অবস্থিত রিপা ব্রিকস এর মালিক আমিনুর রহমান ব্যক্তিগত স্বার্থে তার ইট পারাপারের প্রয়োজনে খননকৃত নদীর দু-পাশ বেঁধে ছোট আকারে একটা পাকা ব্রিজ নির্মান শুরু করেছে। যার ফলে ভবিষ্যতে খননকৃত ঘ্যাংরাইল নদীটি তার নব্যতা হারাবে এবং পুনরায় আবারও ভরাটি ঘেংরাইল নদীতে পরিনত হবে। যেখানে জনস্বার্থে ব্যাহত হবে। ফলে এখনই ব্রিজ নির্মান বন্ধ করাসহ দ্রুত অপসারন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম্ আশিষ মোমতাজ রিপা ব্রিকস এর মালিকে আটক পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা করেন। এবং ওই ব্রিজের কাজ পুনরায় না করার জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন নির্দেশ প্রদান করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশকে অমান্য এবং আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পূনরায় রুপা ব্রিকস এর মালিক আমিনুর রহমান আবারো ব্রীজের কাজ শুরু করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে খুলনা জেলা প্রশাসক, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ,পানউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ আরো অনেক দপ্তরে ব্রীজ নির্মাণ বন্ধের আবেদন করেছেন।
খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ের ঘ্যাংরাইল নদী খনন করার কাজ বন্ধ করে রিপা ব্রিকস মালিক আমিনুর রহমান নদী কাটার ঠিকাদার কে কাজ বন্ধ করে তিনি তার নিজস্ব ইট ভাটায় যাতায়াতের জন্য ছোট একটি ব্রিজের কাজ নির্মাণ শুরু করছেন।
এই নদী পথ দিয়ে বিভিন্ন নৌকায় করে মালামাল বহন করে থাকে । এলাকার ভূক্তভূগি অর্ধশত সচেতন নাগরিকের স্বাক্ষরিত বিভিন্ন দপ্তরে অভিযোগে করেও কোন কাজ হচ্ছে না। এদিকে নদীর পানি অবাধ ভাবে পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগে খননকৃত ঘ্যাংরাইল নদীর উপর ব্যাক্তি উদ্যোগে নির্মানাধীন ব্রীজের কাজ বন্দের জন্য আবেদন করেছন । এলাকাবাসির দাবি, খননকৃত নদীতে ব্রিজ নির্মাণ কারলে অতি দ্রুত পলি পড়ে নদী ভরাট হয়ে যাবে ।
আবেদনে জানা যায়, অত্র এলাকার অবাধে পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগে খননকৃত খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ঘেংরাইল নদীর উপর আমিনুর রহমান জৈনক ব্যাক্তি উদ্যোগে নির্মানাধীন ব্রীজের কাজ বন্দের জন্য আবেদন করেছেন। বিষ্ণু পদ মন্ডল, আজিজ গাজী, শান্তনু মন্ডল, জগদীশচন্দ্র সরকার ,মিল্টন সরদার, শিশির রঞ্জন , দেবেন্দ্র নাথ বাছাড়, দুলু চন্দ্র, মিলন কুমার মন্ডল, তাপস মন্ডল, রোকন শেখ, ইমাম শেখ, শিশির সরদার,মধুসূদন মন্ডল, গৌতম কুমার মন্ডল, অমলকৃষ্ণ মন্ডল ,নির্মল কুমার মন্ডল, তুষার সরদার, রাসেল সানা, উত্তম মন্ডল, দীপঙ্কর সরকার , নির্মল কান্তি সরদার, কর্ণধর মন্ডল, স্বপন মন্ডল, বনমালী বিষ্ণু , মৃত্যুঞ্জয় মণ্ডল, সমীর তরফদার, বিজয় তরফদার, অমর তরফদার, বিধান মন্ডল সহ প্রমখ স্বাক্ষরকারীগণ ঘ্যাংরাইল নদী সংশ্লিষ্ট এলাকার অধিবাসী। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষ নিকট এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ এলকার নিরীহ জনসাধারণ অসহায় মানুষ জনস্বার্থে এ বিষয়ে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন জানিয়েছেন।