ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া আসেন তিনি।
কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণের আগে ভূমির কাছাকাছি থেকে দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়ীয়া ও পাথরঘাটা পরিদর্শন করেন সরকারপ্রধান।
এরপর প্রধানমন্ত্রী সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে আসেন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি এখানে তিনি দুর্গত জনগণের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কলেজ মাঠ। সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে সভা-সমাবেশে যোগ দেওয়া শুরু করে। সকাল ১০ টার মধ্যে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থলটি।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ, গত ২৬ মে রাত থেকে ২৭ মে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলার মত উপকূলীয় অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে কয়েক হাজার বসত বাড়ি। কৃষি ও মৎস্য খাতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।