বগুড়া প্রতিনিধি
মোঃ আজিজুল হক রাজুঃ নাটোর জেলার সিংড়া থানাধীন সোনাইডাঙ্গা গ্রামে একজন ভিকটিম এর সাথে আসামী সুকদেব মন্ডল (২৪) এর দীর্ঘদিন যাবত মোবাইল এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত ০২ জুন ২০২৪ ইং তারিখ আসামী ধুনট থানাধীন পেচিবাড়ী বাজারস্থ সাতমাথা মোড়ে তার দোকানে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করায় ভিকটিম বাদী হয়ে গত ১৯ জুন ২০২৪ ইং তারিখ ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে ধুনট থানার মামলা নং-১১, তারিখ ০২/০৬/২৪ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) রুজু হয়। যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে।এ ঘটনার পর থেকেই র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে ২৯ জুন ২০২৪ ইং তারিখ ২২০০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিষয়খালী এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক সুকদেব মন্ডল (২৪), পিতা-নারায়ন চন্দ্র, সাং- পেঁচিবাড়ি, থানা- ধুনট, জেলা – বগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধুনট থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।