সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনায় ছিলেন তমা মির্জা। কিন্তু সে আলোচনা ক্রমেই ফিকে হয়ে আসছে। গুঞ্জন উঠেছে, নির্মাতা রাফীর সঙ্গে দূরত্ব বেড়েছে চিত্রনায়িকা তমা মির্জার।
এ নিয়ে রাফী জানিয়েছেন, তাঁদের মধ্যে কখনোই সে ধরনের সম্পর্ক ছিল না। তবে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, যা আছে এবং থাকবে। অবস্থা যখন এমনই, ঠিক তখন চিত্রনায়িকা তমা মির্জার একটি ফেসবুক স্টোরি রহস্যের জন্ম দিয়েছে।
তমার দেওয়া সেই ফেসবুক স্টোরিতে লেখা, ‘একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক। একবার যে মিথ্যা বলে, সে সব সময়ই মিথ্যা বলে এবং কেউ যদি তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করো, আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটি হবে তোমার ভুল।’
তমার আলোচিত এই পোস্ট কার উদ্দেশে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, রায়হান রাফীকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তমা মির্জা।
তবে দুজনের ঘনিষ্ঠজনদের দাবি, রাফী-তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও তাদের সেই সম্পর্কে বর্তমানে ভাঙন ধরেছে। দুজনের মধ্যে আর ঘনিষ্ঠতা নেই।