পাবনার সাঁথিয়ায় জমি লিখে না দেওয়ায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একমাত্র সন্তান শাহ আলমের বিরুদ্ধে। বৃদ্ধ মা শাহিদা খাতুন বাড়ির সামনে বসে অঝোরে কাঁদছেন। পরে তাঁর মেয়ে মাহফুজা খাতুন থানায় অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। অভিযুক্ত শাহ আলম চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলম মাস্টারের ছেলে। দু’দিন ধরে বাড়ির সামনে অবস্থান নিলেও কোনো প্রতিকার পাননি বৃদ্ধ শাহিদা খাতুন।
শাহিদা খাতুন চার সন্তানের জননী। ১৪ বছর আগে স্বামী মারা যান। স্বামীর ভিটায় একটি ঘর আছে। ছেলে ও নাতিরা তাঁকে ওই ঘরে থাকতে দিচ্ছে না। এ কারণে মেয়ে মাহফুজা খাতুনের বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। কিন্তু ছেলে ও তার বউ মারধর করে বের করে দেন।
শাহিদা খাতুন বলেন, স্বামীর পেনশনের টাকায় ঘর করেছি। সে ঘরে আমাকে থাকতে দেওয়া হচ্ছে না। আমি স্বামীর ভিটায় থাকতে চাই।
বৃদ্ধার মেয়ে মাহফুজা খাতুন বলেন, দু’দিন ধরে বৃদ্ধ মা বাড়ির সামনে অবস্থান করছেন। ভাই-ভাবি তাঁকে ঢুকতে দিচ্ছে না। মাকে আমার বাড়িতে রাখতে চেয়েছি। কিন্তু তিনি স্বামীর ভিটায় থাকতে চান। ভাবি আমাকেও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন।
অভিযুক্ত শাহ আলম বলেন, মা তার বাড়ি এবং মাঠে যে জায়গা ছিল ছোট মেয়েকে লিখে দিয়েছেন। এ বাড়িতে তাঁর কোনো জায়গা নেই। তিনি মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তাঁর কোনো জায়গা হবে না।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।