• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
  • ইপেপার

নরসিংদীর মাধবদী জাতীয় নিরপদ সড়ক দিবস উদযাপন

প্রকাশক নরসিংদী প্রতিনিধি:- / ৬৭
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিবাদ্যকে সামনের রেখে, নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচী পালন করেন মাধবদী থানা শাখা ও পৌর শাখা নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ। এই কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাধবদী থানা পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় রাইন ওকে মার্কেট এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যাণ্ডে গিয়ে সভায় মিলিত হয় সবাই। সভা শেষে দুপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর মরহুমা জাহানারা কাঞ্চন এর স্মণনের দোয়া ও আলোচনা সভা করা হয়।

এই কর্মসূচীতে বক্তব্য রাখেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন, যানবাহন পরিদর্শক আবুল বাশার, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উপদেষ্টা এমদাদুল ইসলাম খোকন, সুশাসনের জন্য নাগরিক মাধবদী থানা শাখার সভাপতি মকবুল হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মাধবদী থানা নিরাপদ সড়ক চাই এর সভাপতি শাওন খন্দকার শাহিন, সহ-সভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন, পৌরসভা শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব লুৎফর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস স্মৃতিতে অম্লান, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, মরহুমা জাহানারা কাঞ্চন যাঁর মৃতুতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা। এই আন্দোলন সবার আন্দোলন। আজ জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন হলেও তা কার্যকর হচ্ছে না।

এসময় বক্তরা বলেন, সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দরা। গাড়ি চালকের পাশাপাশি পথচারিদেরও সচেতন হতে হবে। উভয়ের সচেতন হলে সড়কে দূর্ঘটনা কমে আসবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ৬৬ শতাংশ মৃত্যুর কারণ তিন চাকার অবৈধ যানবাহন। মহাসড়কে এমন যান চলাচলে উচ্চ আদালত ও সরকারের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। ট্রাফিক বিভাগকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান নিসচার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন