• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
মাদারীপুরে বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলার ঘটনায় এ্যানির দুঃখ প্রকাশ বরগুনা ১ আসনের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান আকন। বরগুনা ১ আসনের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হামিম খান। আমতলী উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শফিউল বাসার লালন। আমতলীতে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান। লড়াই সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরা কখনো পিছু হটেনিঃ বাপ্পি লড়াই সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরা কখনো পিছু হটেনি ঃ বাপ্পি বরগুনার আমতলীতে দুই ডাকাত আটক উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, গ্রেপ্তার ৫

প্রাক্তন ঐশ্বর্যর সংসারে ভাঙন! বচ্চন পরিবারের বিয়ে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন সলমন?

মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১৫
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ঐশ্বর্য-সলমনের প্রেম বলিউডের অন্যতম চর্চিত লাভস্টোরি।

ঐশ্বর্য-অভিষেক দাম্পত্য কলহ নিয়ে বেশ কয়েকমাস ধরেই বলিউড সরগরম। এর মধ্যে আবার এসেছেন অভিনেত্রী নিমরত কৌর। গুঞ্জনে রয়েছে, নিমরতের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি ঐশ্বর্যকে ছাড়ছেন অভিষেক। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ঐশ্বর্য, অভিষেক বা নিমরত। ঠিক এমন সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল ঐশ্বর্য প্রাক্তন সলমন খানের একটি ভিডিও। যেখানে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন সলমন।

কী বলেছিলেন বলিউডের ভাইজান?

সলমনের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে ঐশ্বর্য ও অভিষেকের বিয়ে প্রসঙ্গে তিনি বলেছেন, ” এখন আর এসব নিয়ে কী বলব। আমি ঐশ্বর্যকে শুভেচ্ছা জানাই। যেন ভালো থাকে। আর সত্য়ি বলতে, জীবনসঙ্গী হিসেবে অভিষেক খুবই ভালো মানুষ। বচ্চন পরিবারও খুব ভালো। সব মেয়েই অভিষেকের মতো স্বামী চাইবে। ওরা দুজনে ভালো থাকুক, এটাই চাই।”

২০০৭ সালে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। একেবারে পরিবার, ঘনিষ্ঠজনদের সাক্ষী রেখেই চার হাত এক করেছিলেন বচ্চনরা। বিয়ে ১৭ বছর পেরতে না পেরতেই সেই দাম্পত্যে ঝামেলার কথা শোনা গিয়েছে। অল্প-বিস্তর ঝামেলা কোনও দাম্পত্য সম্পর্কেই নতুন নয়। কিন্তু সর্বত্র ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের অনুপস্থিতি নজর কেড়েছে। এসবের মাঝেই ২০১০ সালের এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে নিয়ে বলেছিলেন প্রাক্তন সলমন খান। সেকথা এখন আবারও চর্চার বিষয় হয়ে উঠেছে।

ঐশ্বর্য-সলমনের প্রেম বলিউডের অন্যতম চর্চিত লাভস্টোরি। পর্দার বাইরে গিয়েও তাঁদের রসায়ন নজর কেড়েছিল অনুরাগীদের। একাধিক অ্যাওয়ার্ড শোয়ে সলমন-ঐশ্বর্যকে একসঙ্গে দেখা যেত। তবে খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। অন্দরমহলের একাংশ যদিও, এর জন্য ভাইজানের বদমেজাজকেই দায়ী করেন। তবে এপ্রসঙ্গে কোনওদিন জনসমক্ষে মুখ খোলেননি বচ্চন পরিবারের ‘বউমা’।

 

সুত্র: সংবাদ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন