সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হতেই তাঁর বাসভবনে ঝাঁপিয়ে পড়ে আমজনতা। শুরু হয় ভাঙচুর। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে ঢুকে চলে অবাধে লুটপাট। এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশ ছেড়েছেন বাশার আল-আসাদ। এই খবর চাউর হতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে আমজনতা। নানা বয়সী নারী ও পুরুষ ওই প্রাসাদে ঢুকে পড়েন। তাঁরা অবাধে নানা সামগ্রী একেবারে নিজের মনে করে নিয়ে যান!
এ নিয়ে এক্সে একজন লেখেন, ‘আমজনতা আসাদের প্রাসাদে ঢুকে পড়েছে এবং ইচ্ছামতো লুটপাট করছে।’ আরেকজন লেখেন, ‘আসাদ দেশ ছেড়ে পালাতেই সিরিয়ার মানুষ তাঁর প্রাসাদে ঢুকে পড়েছেন।’
তবে, সিরিয়ার আমজনতা যে শুধুমাত্র প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালাচ্ছে, তা নয়। বাশার আল-আসাদের একটি মূর্তিও ভাঙচুর করেছে তারা। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইদানিং এই ধরনের ছবি আরও দেখা গেছে। মনে হচ্ছে যেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিশ্বের নানা প্রান্তে।
#Syrian people enter #Assad's "People's Palace," following his ouster. pic.twitter.com/OwQhggA1OB
— Observer (@nasermoh29) December 8, 2024