ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মিছিল প্রদক্ষিন শেষে বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গাজী তফসির আহমেদ। বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ মশিউর রহমান লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, দিদারুল হোসেন দিদার, বিএম জহুরুল হক, শেখ শাহিনুর রহমান, মিজানুর রহমান লিটন, এমএম নজরুল ইসলাম, আজমল হুদা মিঠু, গাজী সাহেদুর রহমান বাবু, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, হুমায়ুন কবির স্বপন, পরিতোষ বালা, খান শফিকুল, শফিকুর রহমান জোয়াদ্দার, খোকন জমাদ্দার, দেলোয়ার জোয়াদ্দার, আব্দুর রশিদ, গাজী আতিয়ার রহমান, মোঃ ফেরদাউস, মোঃ বেলাল হোসেন, কাজী সাগর, শেখ সাদিক, আলমগীর, মিঠু, ফাহকুল, জাফর, মুরছালীন, ফরিদ শেখ, বাদশা ফয়সাল প্রমুখ।