মোদি প্লাস আদানি মোদানি বলে কটাক্ষ করা হয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি গোয়ার রাজ্যসভায় আদানি ও মোদি ইস্যুতে ঝড় তুলে তোলপাড় ফেলে দিলেন আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিংহ।
রাজ্যসভায় তিনি বলেন, আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাচার করছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরা হচ্ছে।
ভারতে বিদ্যুতের জন্য হাহাকার চলছে সেখানে মোদি চুরি করে বিদ্যুৎ বাংলাদেশ কি করে দেয় সেই প্রশ্ন করেন ওই সংসদ সদস্য।
কেবল মোদি আদানির ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য এই মহা চুরি করছে বলে দাবি করেন আম আদমি পার্টির এই সংসদ সদস্য।এছাড়াও দেশের ভেতরে হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মোদি সরকার বলে অভিযোগ তোলেন তিনি।
মোদি সরকারকে আদানের জন্য দালালি করা সরকার বলে মন্তব্য করে তিনি বলেন, আদানির সম্পদ নদী থেকে সমুদ্র হয়ে গেছে, মোদি ক্ষমতায় আসার পরে ফুলে ফেঁপে কয়েক হাজার গুন বেড়েছে আদানির সম্পত্তি।
বারবার চিৎকার করে ওই সংসদ সদস্য বলতে থাকেন ‘গালি গালি মে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়’ অর্থাৎ ‘গলি গলিতে শোর মোদি সরকার চোর’
স্পিকার বারবার চেষ্টা করেও ওই সংসদ সদস্যের বক্তব্য বন্ধ করতে ব্যর্থ হন।
এর আগে চলতি বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয়। এর পর গুজরাতের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সে সময়ও জবাবদিহির নোটিস এসেছিল তাঁর কাছে। এছাড়া গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন আম আদমি পার্টি-র এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
উল্লেখ্য এর আগে ভারতের সংসদ প্রেমেসিস এর ভেতরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ধস্তাধস্তি হাতাহাতি এবং মারামারিতে ছয় জন সংসদ সদস্য গুরুতর আহত হন এবং যাদের মধ্যে দুজনকে আইসিওতে ভর্তি করা হয়।