আজ ১৭ ই জানুয়ারী ঢাকা প্রেসক্লাবে প্রায়ত সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও জিয়া সমগ্র বইয়ের মোড়ক উন্মোচন
এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুস্ঠিত হয়।উক্ত অনুস্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব,আনিসুর রহমান আনিস। প্রধান অতিথি ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক রাস্ট্রদূত জনাব,প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত সভায় বিষেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ( জিয়া সমগ্র) বইয়ের সম্পাদক জনাব,গোলাম কাদের ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, বরগুনা জেলা বিএনপি র সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক ও সংসদীয় আসন (১০৯) বরগুনা ০১, বরগুনা সদর- আমতলী- তালতলী আসনে বিএনপির মনোনায়ন প্রত্যাশী জননন্দিত জননেতা মশিউর রহমান আকন( মিলন) সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সম্মানিত কলাকৌশলী ও সংবাদমাধ্যম কর্মীগন।