আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ প্রজন্মের আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী, মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার, নির্যাতিত একজন জনবান্ধব রাজনীতিবীদ মশিউর রহমান আকন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) পরিবারের একজন সুযোগ্য সন্তান।
(মশিউর রহমান আকন ছাত্রজীবন থেকেই বি.এন.পি রাজনীতিতে যুক্ত।
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বি.এন.পি, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, বরগুনা জেলা বি.এন.পি, সাবেক সহ সভাপতি আমতলী থানা বি.এন.পি,
সাবেক সভাপতি, আমতলী পৌর বি.এন.পি,সাবেক সহ- সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,স্যার এ.এফ.রহমান হল শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয়,সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমতলী থানা শাখা।)
মশিউর রহমান আকন বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে ও নির্দেশে শৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতন, মিথ্যা মামলা, ঘড়বাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হন।
তবুও তিনি রাজনীতি ও মানব সেবা থেকে সরে দাঁড়াননি
তিনি তার গোটা জীবন মানব সেবায় নিয়োজিত রেখেছেন। যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী এক সৈনিক ছিলেন।
যিনি সত্যকে বরন করে মিথ্যেকে পরিহার করেছেন। খেটে খাওয়া,ভুক্তভুগি, হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। তেমনই একজন মানুষ মশিউর রহমান আকন ।
এই প্রতিবেদক কে মশিউর রহমান আকন জানান…
আমি এ দেশ ও জনগনের কল্যাণে সারাজীবন কাজ করেছি_এখনো করছি, আগামীতেও করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত এ দেশ ও জনসাধারনের তরে নিজেকে সেবক হিসেবে নিয়োজিত রাখতে চাই। আর এই সেবাকে আরো এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসন, আমতলী, তালতলী ও বরগুনার সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপোষহীন একজন জিয়ার সৈনিক হিসেবে ধানের শীষ প্রতিক নমিনেশন প্রত্যাশী।
আমি যদি ধানের শীষ প্রতিকে মনোনিত হই বিপুল ভোটে বরগুনা (১) আসনে জয়যুক্ত হবো ইনশাআল্লাহ। এবং মাননীয় তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অংশিদারী হতে চাই।
মশিউর রহমান আকন আরো জানান। মাননীয় তারেক রহমানের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে,আমি যোগ্য হলে তিনি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনিত করবেন।