• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
  • ইপেপার

ঢাবি এলাকায় গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের মগডালে ঝুলতে থাকা ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন তার ছোট ভাই। তার নাম আবু সালেহ (৪৫)। বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার নগরকসবা গ্রামে। থাকতেন ঢাকার কেরানীগঞ্জে।

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

 

আবু সালেহের ছোট ভাই আবু রায়হান ছোটন বলেন, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নগর কসবা গ্রামে। থাকতেন ঢাকার কেরানীগঞ্জে।

 

তিনি আরও বলেন, গত ২০ বছর যাবৎ নেশায় আসক্ত তার বড় ভাই আবু সালেহ, তবে বাড়িতেই থাকতেন। তিন বছর যাবৎ বাড়ি ছাড়া। একেক সময় একেক জায়গায় থাকতেন। ৫ দিন আগে বাড়ি গিয়েছিলেন। চিকিৎসার কথা বলে মা লুৎফুন্নেছার কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে ভোরে বের হয়ে যান।

 

আবু রায়হান বলেন, চার ভাইয়ের মধ্যে সালেহ সবার বড়। আজ সকালে পুলিশের মাধ্যমে তাঁরা খবর পান, শাহবাগ এলাকায় তাঁর ভাইয়ের মরদেহ পাওয়া গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

 

এর আগে, বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

তখন শিক্ষার্থীরা জানান, সকাল ৮টার দিকে ক্লাস করতে এসে তারা মরদেহটি দেখতে পান। মরদেহটি গাছের ডালে দড়ি দিয়ে ঝুলানো ছিল। পরে প্রক্টোরিয়াল টিম এসে শাহবাগ থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাতে বা ভোর রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ অবগত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন