গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না। সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে। প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও কথা বলার আগে সরকারে থাকাদের সর্তক থাকতে হবে।
বিএনপি জিয়াউর রহমানকে কখনও মহামানব বানায়নি দাবি করে আমীর খসরু বলেন, ‘যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়।’
এদিকে অন্য একটি আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই।