নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না।
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই-আগস্টের সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের প্রতি বেইমানি করা হবে বলে মনে করেন আমীর খসরু। সেই সঙ্গে যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হবে, সেগুলো দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাকি সব সংস্কারের বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। সেজন্য নির্বাচনই একমাত্র পথ। কোনো গোষ্ঠী যদি মনে করে তাদের সিদ্ধান্তেই সংস্কার হবে, তাহলে সেটি ভুল হবে।