• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার! সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল আমতলীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় অভিযোগ। আমতলীতে চাদা না দেয়ায় ৬ জনকে কুপিয়ে আহত। অপারেশন ডেভিল হান্ট, আমতলীতে আ লীগ নেতা গ্রেফতার।

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা অমিত শাহের

মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০১
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা অমিত শাহ। রোববার (২৬ জানুয়ারি) রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করা হবে।

আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ভোট টানতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে দুই দল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে দিল্লির রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। মূল লড়াই হতে চলেছে রাজ্যে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ) ও কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। বিজেপি চাইছে যে কোনো মূল্যে এবার রাজধানীর বিধানসভার দখল নিতে।

নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী পার্টির বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক মন্তব্য শুরু করেছে। তারা অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। এদিন ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) “অবৈধ আমদানিওয়ালি পার্টি” (অবৈধ আয়ের দল) বলে মন্তব্য করেছেন৷

তিনি অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এ জন্য আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আম আদমি পার্টির ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানান তিনি।

অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।’

এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। বিজেপি নির্বাচনে জিতলে এমনটা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন