ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদ-পদবি ব্যবহার করে তাদের নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে।’
বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং মুহাম্মাদ রেজাউল করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে শনিবার এই সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না।
যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে।’
প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন। নবগঠিত জেলা কমিটির সভাপতি হচ্ছেন মো. আরমান হোসেন রিয়াদ, সহসভাপতি মোহাম্মদ শাকিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. সুলাইমান। এ ছাড়া নবগঠিত মহানগর সভাপতি হচ্ছেন রেজাউল করিম, সহসভাপতি-মাওলানা আইয়ুব আনসারী এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।