• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
  • ইপেপার

ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে: মান্না

প্রকাশক / ৫৩
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে। কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ছয় মাসে জনগণের জীবন যাপনের কোন পরিবর্তন হয়নি। এত বড় মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য জনগনের মধ্যে, জনগনের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেন নি।

তিনি বলেন, জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির সুযোগ হয়নি, খুন, ডাকাতি, রাহাজানি, লুটপাট বেড়েছে।

মান্না আরও বলেন, আন্দোলনের মধ্য থেকে, রক্তদানের মধ্য থেকে স্লোগান ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি! অতীতের যা জরা জীর্ণ, যা গণবিরোধী, যা ঘৃণার, কষ্টদায়ক, যা আমাদের বঞ্ছনার কথা বলে সে সবকিছু বদলে সামছুর রহমানের কবিতার মত, ফুলের বাগানের মত যেখানে বাস করে শান্তি পাবেন, বুক ভরে শ্বাস নিতে পারবেন।

তিনি বলেন, ১/১১ এর সময় ড.ইউনুসকে বলা হয়েছিলো আপনি ক্ষমতা নেন। সমারিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল। কিন্তু উনি বলেছিলেন মাত্র তিন মাসে আমি ভালো কিছু করতে পারব না। তাই দায়িত্ব নেব না। কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করল আর উনি ক্ষমতা নিলেন। তারা আশা করেছে তিনি সংস্কার করবেন। এবং আমরাও যে দলেরই হই, যে মতেরই হই, ছোট-বড় সবাই তাকে অকুণ্ঠভাবে সমর্থন করেছি।

নাগরিক ঐক্যের এই সভাপতি আরও বলেন, ছয় মাস চলে গেছে কিন্তু কোন পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি এখনও। আমি বলছিনা ছয় মাসে সব বদলে দেয়া যায়। কিন্তু আমি বলবো ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন