মব জাস্টিস চলতে থাকলে দেশের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) পল্টনে বেলা ১২ টায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এক পাক্ষিক উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না।’ এছাড়াও দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।
নুরুল হক নুর বলেন, ‘মব জাস্টিস চলতে থাকলে দেশের জন্য ভালো হবে না।’ এমনকি বিপ্লবের নামে জনগণকে উস্কানি দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন নুর।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর অনেকে টাকার বিনিময় ভাংচুর হওয়া এসব অবকাঠামো রক্ষা করেছে। একই সাথে অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ করেন সাবেক এই ভিপি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের গতি নিয়েও প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এসময় তিনি আরও বলেন, ‘বিগত সরকার সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে।’
একই সাথে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করে বলে মন্তব্য করেন নুর। এদিন সকালে থেকেই বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলে যোগ দিতে আসেন গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা।