বালুরঘাট
ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমিকা একটি গিফট আবদার করে প্রেমিকের কাছে। কি করবে কাজও নেই বলে পকেটে তো পয়সা নেই। কিন্তু গিফট তো দিতে হবে। এর জন্য দরকার টাকা। তখননি চিন্তা করে ফেলে ছাগল চুরি করে তা হাটে গিয়ে বিক্রি করলে টাকা উপার্জন করা যাবে।
বৃহস্পতিবার বালুরঘাট থানার অন্তর্গত বাদামাইল এলাকার একটি মাঠ থেকে একটি ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে যাবার সময় ওই যুবক ধরা পড়ে যায়। তাকে চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এই খবর পুলিশের মোবাইল থেকেই প্রেমিক তার প্রেমিকাকে জানায়। খবর পেয়ে এই বালুরঘাট থানাতে ছুটে আসে ওই প্রেমিকা।
জানা গিয়েছে, পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক যুবতীর সাথে বিহারের বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই বিহারের যুবকের সাথে পালিয়ে বিয়ে করে বিহারের ওই বাড়িতে যায় যুবতী। বিহারের যাওয়ার পর যুবতী বুঝতে পারে স্বামী কিছু করেনা। এমনকি কোন অর্থ উপার্জন করেন না।এটা বুঝতে পেয়ে ওই যুবতী বাপের বাড়িতে ফিরে আসে।
দুই জনের সম্পর্ক মেনে নেননি ওই যুবতীর পরিবার।ফিরে আসলেও তাদের সম্পর্ক ছিল। প্রতিদিন তাঁরা লুকিয়ে ফোনে কথা বলত। ওই যুবতী তার প্রেমিকের কাছে সরস্বতী পুজোয় সঙ্গ দেবার আবদার করে বসে। প্রেমিকার আবদার মেটাতে বিহার থেকে ওই যুবক হিলি থানায় এলাকায় এসে পৌঁছায়।
প্রেমিকাকে উপহার কিনে দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সরস্বতী পুজোয় বিভিন্ন এলাকায় ঘুরেও বেরিয়েছে তারা। এদিকেই ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হতে চলেছে। ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলেছে ওই প্রেমীক। এদিকে বাড়ি থেকে আসার সময় যা টাকা পয়সা সাথে করে এনেছিল, ওই টাকা সরস্বতী পুজার দুদিন ঘুরতে গিয়েই শেষ করে ফেলেছে ওই প্রেমীক।
হোটেলে থাকবার পয়সাও নেই। সেই কথা অবশ্য লজ্জায় প্রেমিকাকে যেমন জানায়নি, তেমনি ওই প্রেমিক যুবক গত কদিন ধরেই হিলির একটি ট্রাকের শ্রমিকদের সাথেই রাতে ঘুমোতেন। সেখানে ওই শ্রমিকদের খাবার খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু ভ্যালেন্টাইন দিনে গিফট দিতে হবে এর জন্য সে ছাগল চুরি করা অপরাধ করে ফেলেছে।
ওই যুবতী বলেন, আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি বলে, ও আমার বাড়িতে ওঠেনি। ও আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে যে পয়সা নেই, অথবা ও যে হোটেলে না থেকে রাস্তায় থাকছিল, তাও আমাকে জানায়নি। বরং ও আমাকে বলেছিল, আমি একটি কাজ পেয়ে গেছি, তাই এখন থেকে আমি হিলিতেই থাকবো। এখানেই ঘর ভাড়া করে থেকে সংসার পাতব।
কিন্তু সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রি তা আমাকে জানাইনি একদম। আমাকে জানাতো আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে। তাহলে কি আমি বললাম চুরি করতে।ও আমাকে খুব ভালোবাসে।এখন আমি ওকে কোনো মতে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে,ওকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এমন কাণ্ড ও করেছে যে এ কথা আমি আমার বাড়ির কাউকেই বলতে পারব না।
বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এক যুবককে ছাগল চোর সন্দেহে আটক করা হয়েছে।