• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
  • ইপেপার

দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত সোহরাওয়ার্দী কলেজের সকল রাজনৈতিক দলের

মাহবুবুর রহমান ( ক্যাম্পাস প্রতিনিধি ) / ১০৯
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

মাহবুবুর রহমান, ক্যাম্পাস প্রতিনিধি : রাজধানীর পুরান ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ।সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে এই প্রতিষ্ঠান টি আলোচনায় এসেছে বারবার।এবার সামনে আসল ছাত্রসংসদ নিয়ে আলোচনা।নানা জটিলতায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একক আধিপত্য থাকার কারনে দীর্ঘকাল আটকে আছে ছাত্রসংসদ নির্বাচন।কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলচনায় আসে ছাত্রসংসদ নির্বাচন। সারা দেশের বেশির ভাগ প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নিয়ে একমত হতে পারছে না ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলো।কিন্তু এক্ষেত্রে ব্যাতিক্রম সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রসংগঠন গুলো।তাছাড়া সাধারন শিক্ষার্থীরা ও চাচ্ছে গনতান্ত্রিক উপায়ে ছাত্রসংসদ এর নেতা নির্বাচন।

 

সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা।

 

এ ব্যাপারে জানতে চাইলে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, “ছাত্র সংসদ হচ্ছে শিক্ষার্থীদের আস্থার জায়গা। ছাত্র সংসদ থাকলে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কলেজ প্রশাসনের কাছে তাদের যৌক্তিক দাবি গুলো তুলে ধরতে পারবে। আজকে যদি সোহরাওয়ার্দী কলেজে ছাত্র সংসদ থাকতো তাহলে আমাদের শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্যের শিকার হতো না। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রত্যেক নেতা-কর্মী মনে করে ছাত্র সংসদের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সকল দল-মত নির্বিশেষে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কলেজের যে অবকাঠামো সমস্যা আছে সেগুলো সমাধান করবে। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সাথে ছাত্রদল সবসময় একমত।

আমরা ১৭ বছর সংগ্রাম করেছি ফ্যাসিবাদ আওয়ামিলীগ এর কু কর্মের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জাতীয়তাবাদে বিশ্বাসী। ছাত্র সংসদে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি থাকবে। আমরা সবসময় একসাথে সবাইকে নিয়ে পথ চলতে চাই । কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এদেশে ছাত্র সংসদ নির্বাচন হয় না বললেই চলে । অথচ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। সফলভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব আর যোগ্য নেতৃত্বর জন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি চর্চা হলে শিক্ষা ক্ষেত্রে মেধাবীরা এগিয়ে আসতে পারবে। ছাত্র সংসদ নির্বাচন হলে জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো নেতৃত্ব উঠে আসবে। যা দেশের জন্য কল্যান ও গৌরব বয়ে নিয়ে আসবে।

 

এ ব্যাপারে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাজিব হোসাইন বলেন, ” দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠনের নিপীড়নের শিকার হয়েছে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় তার লক্ষ্যে ও শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য ছাত্র সংসদ খুবই জরুরী। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্দলীয় কমিশন গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা চাই ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। ছাত্র সংসদের প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি আদায়ে একসাথে কাজ করবে। এবং শিক্ষার্থীদের চাওয়াকে প্রাপ্তিতে রূপ দিতে ছাত্র সংসদ নির্বাচন অনেক বেশি গুরুত্ব বহন করে।

 

এ সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক লিখন ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সমন্বয়ক হিসাবে নয় বরং একজন সচেতন শিক্ষার্থী হিসেবেও যদি চিন্তা করি ,সেক্ষেত্রেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের অধিকার, দায়িত্ব ও সমাজ সচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম। যেটা আমি মনে করি জাতীয় নির্বাচন এর থেকে কোন অংশে কম না। ছাত্র সংসদ শিক্ষার্থীদের সমস্যাগুলো কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও সমাধানে ভূমিকা রাখে। শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার মাধ্যমে সহযোগিতা ও মত বিনিময়ের অভ্যাস গড়ে তোলে। যে কোন অন্যায়ে সবার আগে ছাত্র সমাজ জেগে ওঠে। তাই সবার আগে ছাত্র সংসদ নির্বাচন চূড়ান্ত করতে হবে।

 

এ ব্যাপারে অত্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ শাহজালাল মিয়াজী বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ শেখা, এবং ভবিষ্যৎ এর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনের একটি জায়গা।এতে প্রশাসনের স্বেচ্ছাচারিতা প্রতিরোধ হয় এবং সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়।

আমি একজন সাধারন শিক্ষার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচন চাই।

যদিও অতীতে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেক সময় দলীয় রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়েছে এবং লেজুড়বৃত্তিক রাজনীতির কারনে অনেক নেতিবাচক অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, তবুও এর সুষ্ঠু ও স্বাধীন বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে। ভবিষ্যতের নেতৃত্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে।

 

এ সম্পর্কে অত্র কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মেজবাউল হক সম্রাট বলেন, ” ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হলে এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে। এটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। অন্যদিকে, আশঙ্কা রয়েছে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ফলে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব ও সংঘাত বৃদ্ধি পেতে পারে, যা শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে, সামগ্রিকভাবে আশা করা যায় যে, ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত হবে। আমরা চাই, ছাত্র সংসদ এক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন