আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের ফেসবুক পোস্ট থেকে জানা যায় গত ৭ ফেব্রুয়ারী রাতে ছাত্ররা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণ করলে ডাকাত আখ্যা দিয়ে তাদের উপর আক্রমণ চালায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ছাত্রদের বিভিন্ন মাধ্যমে জানানো হয় আ ক ম মোজাম্মেল হকের বাসায় অনেক ছাত্রকে আটকে রেখেছে।। তাদের বাঁচাতে সাধারণ ছাত্ররা গেলে অতর্কিত হামলা চালানো হয়। ঐখানে ছিল সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী সাব্বির খান হিমেল।সাব্বির খান হিমেল সোহরাওয়ার্দী কলেজের ২০২২ ব্যাচের ইন্টারমিডিয়েট এর ছাত্র।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। আহত শিক্ষার্থী সাব্বির খান হিমেলকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে যান সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সেখানে ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শিবিরের সাবেক সভাপতি তাহসিন আহমেদ ও বর্তমান সেক্রেটারি রাজিব হোসেন।
আহত শিক্ষার্থী সাব্বির হোসেন হিমেল সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চান।