মাহবুবুর রহমান-ক্যাম্পাস প্রতিনিধি:
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজার থেকে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন ইমু কে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের মো: আলীর ছেলে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন,তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তাকে রাত দশটার দিকে লক্ষীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে।
এ ব্যাপারে জানতে চাইলে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল এর সভাপতি জসিমউদ্দিন বলেন, " ইমরান হোসেন ইমু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি। এবং আপনাদের মাধ্যমে জানলাম পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমার জানা মতে তিনি নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলো বলেও আমরা জানতে পেরেছি। আমরা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করার দাবি জানাই। এবং যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত তাদেরকেও গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক রাজিব হোসাইন জানায়,
"আমরা মনে করি সকল গ্রেফতারকৃতদের সুষ্ঠ বিচার নিশ্চিত হওয়া দরকার।
সাথে সাথে যারা ফ্যাসিবাদের দোসর, গনহত্যার সাথে সরাসরি জড়িত ছিল,দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।"