অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন করার পাশাপাশি গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেছেন।
বিবৃতিতে বলেছেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে।গ্রেফতার করা হচ্ছে ও গ্রেফতার হলে তাদের জামিন দেয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের ন্যয় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া শুরু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।একই সাথে নিরপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানী বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।