• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
  • ইপেপার

অবৈধ টাকা ও আ.লীগের দোসর খোঁজার অযুহাতে রাজধানীর একটি বাসায় তছনছ, কারা এই ছাত্র-জনতা

প্রকাশক / ৩৩
বুধবার, ৫ মার্চ, ২০২৫

রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নাম করে তছনছ করা হয়েছে একদল মানুষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলের বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ‘স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র-জনতা। স্থান: গুলশান-২, শাহবুদ্দিন পার্কের পাশে। প্রতিনিধি টিমের সমন্বয়ক রাজিব’ বেনামে এমন একটি ক্ষুদেবার্তা আসে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে।

পরে রাত ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতার নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির পাঁচ তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন ছাত্র জনতার নামে একদল মানুষ। শুরু হয় লুট তরাজ, তছনছ করে খুঁজতে শুরু করেন টাকা। ভেঙ্গে ফেলেন আলমারি, ওয়ারড্রব, লাগেজ থেকে শুরু করে সবকিছু।

রাত ১২টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। কিছুক্ষণ পর ভেতর প্রবেশ করে সেনাবাহিনীও। গণমাধ্যমকে পুলিশ জানায়, এখানে কিছু মানুষ এসেছে আঘাত হেনেছে এমন একটি ক্ষুদে বার্তা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একটি পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা ডিটেইলস কিছুই জানি না।

এ সময় বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এবং এইচ টি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা। সেই সঙ্গে তারা শুনেছেন এখানে ছাত্র-জনতার হত্যাকারী, আওয়ামী লীগের দোসররা আছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোন সদুত্তর দিতে পারেনি।

বাড়ির গৃহকর্মীরা জানান, এইচটি ইমামের ছেলে তানভির ইমামের সাবেক স্ত্রীর বাসা এটি। তবে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে ২০০১ সালে।

পুলিশ গণমাধ্যম কর্মীদের বাইরে রেখে টানা দেড় ঘণ্টা প্রবেশকারী কিছু ব্যক্তির সাথে কথা বলেন। রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে ছাত্র জনতা পরিচয়ে বের হয়ে যান প্রবেশকারীরা।

গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সহ উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ বিষয়ে গণমাধ্যমে কোন কথা বলেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন