আজ শুক্রবার (৭ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান হামিদ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিন শাখা সভাপতি মো: শামীম মাহমুদ,ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া,সোহরাওয়ার্দী কলেজের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ ফয়সাল,সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি,সাবেক আহ্বায়ক এ কে হাসান আহম্মেদ,সাবেক সদস্য সচিব এম এম ইব্রাহিম হোসাইন,জগন্নাথ বিশ্ববিদ্যাল্যয় ছাত্রদলের সাবেক সভাপতি,কবি নজরুল কলেজের সাবেক জিএস,সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ কে স্মরণ করেন।তিনি বলেন যেমন করে ছাত্রসমাজ ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছে ভবিষ্যতে ও প্রয়োজনে ছাত্রসমাজ আন্দোলন সংগ্রাম করবে।
সকল ছাত্রকে মিলে মিশে থাকার ও আহ্বান জানান তিনি।
তাছাড়া ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া বলেন,এই কলেজে পড়াশোনা করেই আমি এই জায়গায় আসতে পেরেছি।পড়াশোনার বিকল্প নেই।নেতাকর্মীদের ভাল ভাবে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শেখ হাসিনার বিচারের পর নির্বাচন চায় তাদের কঠোরভাবে সমালোচনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া ও মোনাজাতের পর ইফতার পর্ব শুরু হয়।
উল্লেখ্য ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠন সহ সকল সাধারণ শিক্ষার্থীদের দাওয়াত প্রদান করা হয়।