পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আজ শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে কোরআন বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সোহরাওয়ার্দী কলেজ শিবির সভাপতি নূরুন নবী আকন্দ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রাজিব হোসেনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যেমে বাদ আসর প্রোগ্রামটি শুরু হয়।এসময় সাধারন ছাত্রদের মাঝে ১৭০ টি কোরআন বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি হেলাল উদ্দিন রুবেল,ঢাকা মহানগর দক্ষিনের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান,ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজের সাবেক সভাপতি তাহসিন আহমেদ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।
ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি হেলাল উদ্দিন রুবেল ছাত্রদের ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরে ইসলামী আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের সভাপতি নূরুন নবী আকন্দ তার বক্তব্যের শুরুতেই কোরআন বিতরন করতে পারায় শুকরিয়া আদায় করেন এবং তিনি বলেন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাধারণ ছাত্রদের নিয়ে মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা, কুরআন বিতরণ এবং ইফতার মাহফিল আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্রদের মাঝে কুরআন শিক্ষার আলো আরো বিকশিত করতে চাই।
তিনি আরো বলেন,
আমরা চাই কুরআন দিয়ে ব্যক্তি জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন,রাজনৈতিক জীবন পরিচালনা করলে সকল প্রকার বিশৃঙ্খলা,ধর্ষণ,সন্ত্রাস,খুন, রাহাজানি,ছিনতাই এবং অশান্তি দূর করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে।
উল্লেখ্য এর আগে সোহরাওয়ার্দী কলেজ শিবিরের অফিসিয়াল পেজ থেকে কোরআন বিতরন ও ইফতার মাহফিলে অংশগ্রহনের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়।