পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম কুমিল্লা জেলা ছাত্র কল্যান পরিষদ।গত শনিবার(১৫ মার্চ) এ সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়।নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: আতিকুল ইসলাম মমিন।সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো: মাহবুবুর রহমান।
কমিটি প্রকাশকালে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রেজাউল করিম,সাবেক সভাপতি ইমরান হোসাইন ইমু সহ অন্যান্য উপদেষ্টারা।কুমিল্লা জেলা ছাত্রকল্যান পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার প্রোগ্রামের একপর্যায়ে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এ কমিটি ঘোষনা করেন।
নবনিযুক্ত সভাপতি মোঃ আতিকুল ইসলাম মমিন সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বকালে সকলের সহযোগীতা কামনা করেন।তিনি বলেন সোহরাওয়ার্দী কলেজে অন্যান্য জেলার শিক্ষার্থীদের তুলনায় কুমিল্লার শিক্ষার্থী বেশি।তাই আমরা এই সংগঠনের মাধ্যমে খুব সহজেই ভালো ভালো কার্যক্রম পরিচালনা করতে পারি।পাশাপাশি কার্যক্রমের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজের সুখ্যাতি অর্জন করা সম্ভব।
নবনিযুক্ত সাধারন সম্পাদক তার অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং বলেন কুমিল্লা জেলা ছাত্রকল্যান পরিষদের প্রধান কাজ ই হবে আমাদের ছাত্রদের নিয়ে কল্যানমূলক কাজ।এক্ষেত্রে সবার সহযোগীতা কামনা করেন তিনি।
উল্লেখ্য গত শনিবার (১৫ মার্চ) সংগঠনটি সোহরাওয়ার্দী কলেজ নতুন ভবনের ছাদে ইফতার মাহফিলের আয়োজন করে।