ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি বলেছেন, ‘আজীবন দেখেছি লড়াই সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরাই বুক পেতে বুলেট ধারণ করেছে। তারা রাজপথে লুটিয়ে পড়েছে কিন্তু কখনো পিছুপা হয়নি।’ মঙ্গলবার বিকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরিয়াবাসীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সভাপতিত্বে বাপ্পি আরো বলেন, ‘নির্বাচন মৌসুমে অতিথি পাখির আনাগোনা বাড়ে এটা নতুন কিছুই নয়, যেটা ডুমুরিয়াতে লক্ষ্য করছি। এরা ঘোরাঘুরি করবে, দলের মধ্যে বিভাজনের চেষ্টা করবে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যাকে বিপদে আপদে পাশে পাবেন ডুমুরিয়ার মানুষ তার সাথেই থাকবেন। কারো রক্তচক্ষুর ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের পাশে আছি।’ প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও খুলনা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, ‘ডুমুরিয়ার সকল শান্তিপ্রিয় মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমরা কোন টোকাইয়ের পাল্লায় পড়ে যেন নিজেরা বিভাজন না হই।’ সভায় বিশেষ অতিথি’র বক্তব্যদেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরশাফুল আলম নান্নু। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, যুব দলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন, শেখ মাহাবুর রহমান, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মেদ আলী ফকির, শাহানুর রহমান, শাহাদাৎ হোসেন, সালাম শেখ, শেখ আতিয়ার রহমান, খান শফিকুল ইসলাম, শেখ আব্দুল গফফার, দেলোয়ার হোসেন, জামিনুর রহমান, অংশপতি বৈরাগী, আশরাফুল ইসলাম, মাহাবুর রহমান পিকুল, আফজাল বিশ্বাস, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, শফিকুল ইসলাম জোয়াদ্দার, আক্তার খান, সরোয়ার হোসেন, মেহেদী হাসান রাসেল, পারভেজ গাজী, আবুল কালাম আজাদ, আনিচুর রহমান, নজরুল ইসলাম, রিপন হালদার, আসলাম খান প্রমুখ।