মৃধা বেলাল।।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলাধীন চাওড়া ইউনিয়নের, তালুকদার বাজার, ঘটখালী, ডাক্তারবাড়ী, উত্তর ঘটখালী, চন্দ্রা সহ চাওড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমতলী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মটর সাইকেল শোভাযাত্রা করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রায় দুই শতাধিক মোটরসাইকেলে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চাওড়া ইউনিয়নে এই শোভাযাত্রা করা হয়।
শোডাউন চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মেহেদী জামান রাকিব , ঈদ শুভেচ্ছা বিনিময়,মাঠ পর্যায়ে জনগনকে দলে সম্পৃক্ত করা,দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এই শোডাউন বের করা হয়।
এসময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
তালুকদার বাজারে পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী রাকিব বলেন,দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।
মোটরসাইকেল শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার যুগ্ন আহ্বায়ক মোঃ শফিউল বাসার লালন, সহ যুবদল ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।