বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে চাওড়া ইউনিয়নের পাতাকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের অধিকাংশ নেতা পালিয়ে গেলেও তিনি পালাননি। অভিযোগ রয়েছে উপজেলার বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি গত ৮ মাস ধরে অবাধে চলাফেরা করেছেন। পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি এমন অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মীর।
গত বছর ৫ আগস্ট উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় তাকে আসামি করা হয়। কিন্তু ওই বিএনপি নেতাদের সখ্যতায় তিনি আদালত থেকে জামিন নেন। আরো অভিযোগ রয়েছে বিএনপি ওই প্রভাবশালী নেতাদের মদদে তিনি চাওড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার একটি অনাথ আশ্রমের সনাতনী ধর্মীয় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। খবর পেয়ে চাওড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ওই আশ্রমে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসে। শুক্রবার বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গত বছর ৫ আগস্ট পৌরসভা কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।