বরগুনার আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাবুল মিয়া (৩৯) পিতা মৃত হাশেম আলী।
বাবুল মিয়া ২০০২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ছাত্রদলের) কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পুর্বে কুুকুয়া চার নং ওয়ার্ডের বিএনপির সদস্য ছিলেন।
বিএনপির সহযোগী সংগঠন শহিদ জিয়া প্রজন্মদলের সাবেক আমতলী উপজেলার সাধারন সম্পাদক ছিলেন।
বর্তমানে বরগুনা জেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১৬ বছরের সৈর স্বশাসন আমলে বিভিন্ন ভাবে আ.লীগ দ্বারা হয়রানির শিকার হয়েছেন।
ইদানিং লক্ষ্য করা গেছে, ইয়ামিন রাজ নামে একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে।
এ বিষয়ে সোমবার ১৪ ই এপ্রিল আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাবুল মিয়া জানান বিবাদী অত্যান্ত খারাপ, দাঙ্গাহাঙ্গামাকারী, নেশাগ্রস্থ্য প্রকৃতির লোক। বিবাদী এলাকায় যা খুশি তাই করিয়া বেড়ায়। গায়ের জোরে খামখেয়ালীভাবে চলাফেরা করে। বিবাদী এবং আমি একই এলাকায় বসবাস করি। বিবাদীর সাথে আমার রাজনৈতিক বিষয় নিয়ে দন্দ চলিয়া আসিতেছে। বিবাদী উক্ত বিষয়ের জের ধরিয়া বিবাদীর ব্যবহৃত ফেসবুক MD Eamin Raj Khan (ফেসবুক লিংক: https://www.facebook.com/profile.php?id=61553500226241) নামক আইডি থেকে আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রাচার চালাচ্ছে। তার ফেইসবুকে আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সে বিভিন্ন ধরনের পোস্টর তৈরি করে আমাকে হেয়প্রতিপুন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উক্ত ছবি এডিট করে ব্যানার তৈরীর বিষয় বিবাদীকে আমি বারন করা স্বত্তেও সে আমার কোন কথা শোনে না। না অদ্য মদ্য ১৩/০ ১৩/০৪/২০২৫ ইং তারিখ রোজ রবিবার দুপুর ৩.০০ ঘটিকার সময় আমি বিবাদীকে উক্ত বিষয় মুঠোফোনে জিজ্ঞাসা করিলে বিবাদী আমাকে নানান ধরনের হুমকি ধামকি এ এবং মারধর করিবে বলিয়া ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে ইয়ামিন রাজের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি আরিফুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যাবস্থা নেওয়া হবে।