• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
  • ইপেপার

বনানী কবরস্থানে ইহসানুল করিমের দাফন সম্পন্ন

প্রকাশক / ১২৬
সোমবার, ১১ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনটি জানাজা শেষে তাকে সেখানে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবে তাকে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।জাতীয় প্রেসক্লাবে ইহসানুল করিম হেলালের নামাজে জানাজায় অংশ নেন মন্ত্রী, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ সব স্তরের মানুষ। শুরুতেই গার্ড অব অনার দেয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এ সময় তার কর্মজীবনের কিছু অংশ তুলে ধরেন প্রেসক্লাব সভাপতি।

তার সহকর্মী ও পরিবারের সদস্যরা বলেন, নৈতিকতায় জীবনের শেষ দিন পর্যন্ত ছাড় দেননি ইহসানুল করিম। সিনিয়র সাংবাদিকরা বলেন, তার এই চলে যাওয়া এক গভীর শূন্যতার সৃষ্টি করলো।

এরপর বনানী কবরস্থানে আরেকটি জানাজা শেষে তার মরদেহ সেখানে দাফন করা হয়। এর আগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এলেনবাড়ি জামে মসজিদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন