• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • ইপেপার

খলিলের চেয়েও কম দামে মাংস বিক্রি হচ্ছে পুরান ঢাকায়

প্রকাশক / ১২০
রবিবার, ১৭ মার্চ, ২০২৪

গরুর মাংস কম দামে বিক্রি করে আলোচনায় আসেন উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। এবার তার চেয়েও কম দামে মাংস বিক্রি করছেন পুরান ঢাকার মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ। যেখানে খলিলুর রহমান মাংস বিক্রি করছেন ৫৯৫ টাকায় সেখানে তার চেয়েও কম দামে ৫৮০ টাকায় প্রতিকেজি মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন নয়ন।

পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ খাশি-গরু সাপ্লাইয়ের দোকান থেকেই তিনি ৫৮০ টাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি করছেন।

এদিকে কমদামে বিক্রির ঘোষণার পরপরই দোকানে ভিড় করতে দেখা যায় সাধারণ ক্রেতাদের।

মাংস কিনতে আসা ক্রেতারা বলেন, কম দামে ভালো মাংস পাচ্ছি। নয়ন হয়তো কম দামে গরু ক্রয় করছে এবং লাভ কম করছে তাই এই দামে বিক্রি করতে পারছে। তবে মাংসে কোনো সমস্যা দেখছি না।

ঢাকার মাংসের বাজারে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নয়ন আহমেদ। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন। এবারের রোজায় এই ব্যবসায়ী ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংসের পাশাপাশি ৯০০ টাকা কেজিতে খাসির মাংসও বিক্রি করছেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন