• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
  • ইপেপার

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীত শিল্পী হাসানসহ নিহত ২

প্রকাশক / ১৮৫
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী মতিউর রহমান হাসানসহ (পাগল হাসান) ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ ৩ জন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ৭টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় এ সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

নিহত সংগীত শিল্পী পাগল হাসানের বাড়ি সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামে। নিহত অপরজন হলেন ছাত্তার।

পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল। বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসানসহ ২ জন ঘটনাস্থলে নিহত হন।

ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ‘আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশের কাছে মরদেহ দুটি হস্তান্তর করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন