কোটার পাশাপাশি গণতন্ত্রের জন্য লড়াই করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
আমীর খসরু বলেন, মেধা ধ্বংস করে সরকার যেভাবে কোটা সমর্থন করে দেশ চালাচ্ছে এতে করে দেশ মেধা শূন্য হয়ে পড়বে। সরকার দলীয় লোক দিয়ে দেশ চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে।
শুধু পানি নয়, সব দিক দিয়ে দেশ ডুবে গেছে মন্তব্য করে তিনি বলেন, আগামীর আন্দোলনে পরিপূর্ণতা পেতে হলে সাধারণ মানুষের মধ্যে ৩১ দফা ছড়িয়ে দিতে হবে। প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা উচিত বলেও মনে করেন বিএনপির এই নেতা।