• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
  • ইপেপার

সম্পাদকদের মতামতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে না: নুর

প্রকাশক / ৯২
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সম্পাদক কিংবা কোনো ব্যবসায়ী সংগঠনের মতামতের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্ধারণ হতে পারে না বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর।

বুধবার (৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এমন প্রসঙ্গে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।

এসময় নুর বলেন, সম্পাদকদের মধ্যে অনেক সম্পাদক শেষ পর্যন্ত ফ্যাসিবাদ সরকারের সাথে আঁতাঁত করে জোয়ারে গা ভাসিয়েছিল। তারা এখন ২ বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকার জন্য পরামর্শ দিয়েছে।

তবে সম্পাদক পরিষদ কিংবা ব্যবসায়ী সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে এই মেয়াদ নির্ধারণ হতে পারে না। এখানে প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দল ও দলের নেতারা। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই এই মেয়াদ নির্ধারণ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সামসময়িক অবস্থা নিয়ে বলেন, এই সরকার এখনো পুরোপুরি কার্যকর হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া ও বিভিন্ন সেক্টরে অস্থিরতাই এর প্রমাণ দেয়। এই সরকার থাকলে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে উৎসাহিত হবেনা। তাই দেশের অর্থনীতির স্বার্থে ৬মাস থেকে ১ বছরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।

নির্বাচন দিতে না পারলে, পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবে না এই শর্তে অভিজ্ঞ মানুষদের নিয়ে উপদেষ্টাদের সংখ্যা আরো বৃদ্ধি করে একটি জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছে নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন