ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ার মির্জাপুর নদীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় মির্জাপুর ব্রীজ সংলগ্ন মরা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। পাছের পোনা অবমুক্তকরনের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাংবাদিক সুমন ব্রম্ম, ইউপি সদস্য দিবাশীষ মন্ডল, সুমন শেখ, পলাশ দাস প্রমুখ।