• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল আমতলীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় অভিযোগ। আমতলীতে চাদা না দেয়ায় ৬ জনকে কুপিয়ে আহত। অপারেশন ডেভিল হান্ট, আমতলীতে আ লীগ নেতা গ্রেফতার। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আমতলী চাওড়ায় মেহেদী জামান রাকিব এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মটর সাইকেল শোভাযাত্রা।

আ’লীগের প্রতি বিএনপির দরদ নিয়ে ঘরেবাইরে ক্ষোভ তসলিমা চান বিএনপি-আ’লীগের মেলবন্ধন!

মুহাম্মাদ শিমুল হুসাইন / ১২৪
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

ভারতে নির্বাসিত বিতর্কিত ইসলাম-বিদ্বেসী লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে কথিত কট্টর মৌলবাদের উত্থান রুখতে বিএনপি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে একজোট হয়ে লড়ার পরামর্শ দিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই পরামর্শ দেন।

ওই সাক্ষাতকারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের সীমাহীন লুটপাট, গুমখুন, আয়নাঘর, লাখ লাখ কোটি টাকা পাচার, দুর্নীতি ও সর্বশেষ ২৪’ এর ভয়াবহ গণহত্যা নিয়ে কোনো সমালোচনা করতে দেখা যায়নি দিল্লির এই খাস এজেন্টকে। উলটো গণহত্যাকারী দলটির সাথে একজোট হয়ে মৌলবাদ রুখে দেওয়ার পরামর্শ দিলেন বিএনপিকে।

ইসলামবিদ্বেসী তসলিমার এই সাক্ষাতকারের বিভিন্ন আঙ্গিকে কয়েকটি দিক নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ইসলামপন্থী ডান দল হিসেবে দাবি করা বিএনপির মতো একটি দলকে তসলিমা মুসলিম-বিদ্বেষীপরামর্শ দেওয়ায় দলটির সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে শুরু হওয়া সমালোচনা আরও তুঙ্গে উঠেছে।

তসলিমা ওই সাক্ষাতকারে বলেন, সামনে নির্বাচন আসছে সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে নির্বাচন তো হবে। সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপিকে জোট বেঁধে এই জামায়াতে ইসলামীকে রুখতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এই জামায়াতে ইসলামী এখন ইউনূস সরকারের সঙ্গে আছে। এদেরকে হটানো খুব জরুরি অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত।

বিএনপি-আ’লীগের মেলবন্ধন প্রত্যাশা করে তসলিমা আরও বলেন, তাদের বন্ধু হতেই হবে। তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। কারণ সমস্ত ইসলামি দল এখন একসঙ্গে। তারাই এখন ক্ষমতায়। তারা এখন দেশটাকে পিছিয়ে নিচ্ছে। এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে যে শক্তি আছে সবাইকে একত্র হতে হবে।

ভারতীয় এই সেবাদাস দাবি করেন, আমি যদি বাংলাদেশপন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশের জন্মের সময় ভারত ছিল। বন্ধু ভারত ছিল মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ। একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কয়েকজন শীর্ষ নেতা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানের প্রতি সহানুভুতি প্রকাশ করায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন দেশপ্রেমিক সচেতন মহল। এনিয়ে দলটির নেতাকর্মীদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

আওয়মী লীগের নির্বাচনে আসতে বাধা নেই মির্জা ফখরুলের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ছাত্র-জনতা। বিএনপির মধ্যে থাকা বাম অংশের ভারতপ্রেম নিয়েও জোর সমালোচনা চলছে ঘরে বাইরে।

নেটিজেনরা বলছেন, বিএনপি বিভিন্ন সময় খুনী হাসিনার দল আওয়ামী লীগ, ভারত ইস্যু ও মুজিববাদী সংবিধানের প্রতি দরদ দেখানোর কারণে তসলিমা এই দুঃসাহস দেখিয়েছে। এমন পরিস্থিতিকে বিএনপির জন্য একটি নেতিবাচক অবস্থা বলে মনে করেন তারা। এনিয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

সমালোচকরা বলছেন, বিএনপি সারা দেশে আওয়ামী লীগের নেতা ও ব্যবসা প্রতিষ্ঠানকে সেল্টার দিচ্ছে। তারাই নানা ভাবে দেশে আওয়ামী দোসরদের পৃষ্ঠপোষকতা করছে। আর সেই বাস্তবতার উপরে দাঁড়িয়েই ইসলামবিদ্বেষী লেখিকা বিএনপিকে মৌলবাদ রুখতে আওয়ামী লীগের সাথে জোট বাধার মতো পরামর্শ দিলেন। এটা বিএনপির জন্য লজ্জার তো বটেই। ডানপন্থী দল হিসেবে পরিচিত বিএনপির কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে স্পষ্ট ও কঠোর অবস্থান দাবি করেছেন ইসলাম ও দেশপ্রেমিক সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন