• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
  • ইপেপার

অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি’

প্রকাশক / ৭৪
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কার্যালয় পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে পালিয়ে গেলেও অন্তর্র্বতী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন