• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
  • ইপেপার

পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশক / ১১৪
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে বৈঠকটি কবে হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (পুতিন) এই বৈঠক করতে চান এবং আমরা এটি আয়োজন করছি।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ২০ জানুয়ারি অফিস গ্রহণের পরপরই ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন। এছাড়া তিনি ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। তিনি এটি প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি এক রক্তাক্ত বিপর্যয়।

নিজের দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ও রাশিয়ার জন্য ট্রাম্প কিথ কেলোগকে বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। কেলোগ একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক লেফটেন্যান্ট-জেনারেল।

গত বছরের এপ্রিলে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট নামে একটি ট্রাম্প-সমর্থিত থিঙ্ক ট্যাঙ্কে প্রকাশিত একটি গবেষণাপত্রে কেলোগ ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কী পদক্ষেপ নেয়া উচিত তা নিয়ে তার ধারণা তুলে ধরেন।

তিনি প্রস্তাব দেন যে ইউক্রেন তখনই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সাহায্য পাবে, যদি তারা মস্কোর সঙ্গে শান্তি আলোচনা করতে সম্মত হয়। তবে গবেষণাপত্রে আরও উল্লেখ করে যে মস্কো যদি অংশগ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন