• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
  • ইপেপার

পালানোর সময় সেই ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীর পর আলোচিত ছাত্রলীগ নেত্রী সুস্মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিভা এবং নদীকে বাসা থেকে আটক করলেও সুস্মিতাকে গ্রেপ্তার করেছে পালিয়ে যাওয়ার সময়।

 

সুস্মিতা পান্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি আটক হন। এসময় সঙ্গে ছিলেন তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।

 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন।

 

তারা মাগুরা সদরের সাতদোহা এলাকার স্বপন পান্ডের ছেলেমেয়ে।

 

পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন সুস্মিতা। পাসপোর্ট যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।

 

তিনি আরও জানান, সুস্মিতার বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে এরই মধ্যে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন