• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
  • ইপেপার

মুসল্লিদের দাবি মানলেন ব্যবসায়ীরা, বাধা পেলেন অপু বিশ্বাস

মৃধা বেলাল বার্তা বিভাগ / ৫৫
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নিউজ ডেস্ক।।

রাজধানীর কামরাঙ্গীরচরে স্থানীয় মুসল্লিদের বাধায় ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে পারলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেস্তোরাঁটি উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ওসি আমীরুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়রা খবরটি (রেস্তোরাঁর উদ্বোধন) জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। যে কারণে পুলিশের হস্তক্ষেপে এই অভিনেত্রীকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়।

ওসি আমীরুল ইসলাম বললেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় হুজুররা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান।

এ বিষয়ে রেস্টুরেন্ট মালিকেরা বলেন, অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন