• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
  • ইপেপার

আটকের পর ডিবি কার্যালয়ে শাওন

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৪৯
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত‌ সাড়ে ৮টার দিকে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, অভিনেত্রী শাওনকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, আজ রাত ৮টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন