ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফোন চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্বেগ জানানোর পাশাপাশি ফেসবুকে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।
নেটিজেনরা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও ভারতীয় গুপ্তচররা দূরভিসন্ধি নিয়ে ছাত্র নেতাদের আশেপাশেই ঘুরছে। হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোনে অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে। সেটাকে টার্গেট করতেই ভারতীয় গুপ্তচররা ভিড়ের মধ্যে ঢুকে ফোন চুরি করে থাকতে পারে। এটা আর পাঁচটা ফোন চুরির মতো স্বাভাবিক বিষয় না। দ্রুত মোবাইল ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
গতকালের আত্মপ্রকাশ অনুষ্ঠানের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রচুর ভিড়ের মধ্যে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তাকে বলতে শোনা যায় যে, তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। ভিডিওটি ভাইরাল হতেই হাস্যরসের সৃষ্টি হয়। অন্যদিকে অনুষ্ঠানস্থলে অন্য কারো ফোন চুরির ঘটনা না ঘটলেও কেবল হাসনাতের ফোন চুরি হওয়ায় বিষয়টি নিয়ে নানা জল্পনাও দেখা দিয়েছে।
ফেসবুকে একজন ব্যবহারকারী লিখেছেন, মোবাইল চুরি তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারকে এর দায় নিতে হবে।
সৈয়দ মিসবাহুল হক লিখেছেন, সুতরাং শুরু থেকেই চুররা ডুকে পড়েছে। হাসনাত ভাই খুব সাবধান।ফোন দিয়ে শুরু হলো।ইমেজ যেন চুরি না হয়।ইমেজ চুরি হলে দেশ চুরি হতে সময় লাগবে না।
নাজমুল আহমেদ লিখেছেন, আমিও প্রচুর ভিড় ঠেলে অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার মতো অনেকের ফোন চুরি হতে পারতো। কিন্তু কেবল হাসনাতের ফোন চুরি হওয়ার মধ্যে অবশ্যই রহস্য রয়েছে। নিশ্চয়ই তার ফোনে গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ফোনটি উদ্ধার করা।
রেহেনা আফরোজ লিখেছেন, ভারতের র’য়ের এজেন্টরা ছাত্র নেতাদের সবসময় ফলো করছে। আমার মনে হয় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিড়কে কাজে লাগিয়ে ফোনটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। একজন নেতারই যদি ফোন চুরি হয়ে যায় তাহলে বাকিদের কি অবস্থা! তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিল।
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ্ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন। এইটা তাঁর ট্রেডমার্ক। যেই জার্সি পরে তিনি আন্দোলন করেছেন, সেই গেটআপ নিয়েই রাজনীতির মঞ্চে উঠাকে একটি বার্তা হিসেবে দেখা হয়। হাসনাতকে ঘিরে এ বিষয়টিও ছিল আলোচনার শীর্ষে।