• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
  • ইপেপার

ওসি আরিফুর রহমান জনসাধারণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন!

মৃধা বেলাল বার্তা বিভাগ। / ১৯৩
রবিবার, ২ মার্চ, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার।

পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিরলস সেবার কাজ করে যাচ্ছে পুলিশ। মানবিক কিছু পুলিশ কর্মকর্তাদের সহযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ পুলিশকে পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করে। এমনই একজন মানবিক পুলিশ কর্মকর্তা বরগুনা জেলার আমতলী মডেল থানার অফির্সাস ইনর্চাজ মোঃ আরিফুর রহমান।
তিনি দিনে দিনে আমতলীর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন, হয়ে উঠেছেন আস্থার প্রতীক। জনসাধারণের যে কোন আইনগত সমস্যার সমাধান নিমিষেই হয়ে যাচ্ছে আমতলী থানার শরণাপন্ন হলে ।
সরেজমিনে খোঁজ নিয়ে যানা যায় (ওসি) আরিফুর রহমানের নির্দেশে আমতলী থানায় কর্মরত চৌকস অফিসারগণ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সকল অপরাধ মুক্ত আমতলী উপজেলা উপহার দিতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমতলী থানার কর্মরত অফিসার ও পুলিশ সদস্যগণ।
আমতলী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এস আই) আজিজুর রহমান জানান, আমরা ওসি স্যারের নির্দেশে আমতলীকে সকল অপরাধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে নিয়মিত কাজ করে যাচ্ছি । জনগণের জানমাল রক্ষায় আমারা দিনরাত সর্বদা সজাগ রয়েছি।
আমতলী একেস্কুল সংলগ্ন চায়ের দোকানদার মোঃ শাহিন মিয়া বলেন, আমতলী থানায় ওসি স্যার আরিফুর রহমান যোগদানের পর থেকেই আমতলী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সকল অপরাধ মুক্ত হতে থাকে, বর্তমানে আমতলীকে একটি শান্ত জনপদ বলা যেতে পারে।
আমতলী থানাগেট সংলগ্ন চায়ের দোকানদার মোঃ জাকির হোসেন জানান, ওসি স্যার অন্তত সাদা মনের মানুষ, সাধারণ জনগণের যে কোন সমস্যা তিনি অন্তত আন্তরিকতার সহিত দ্রুত সমাধান করে দেন।

ওসি আরিফুর রহমান এই প্রতিবেদককে জানান মাননীয় এসপি স্যারের নির্দেশে আমারা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি, আমতলীকে শীগ্রই মাদকের জিরো টলারেন্স ঘোষণা করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এ ছারাও সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমতলীতে ইদানিং চুরি ডাকাতির উপদ্রব বেশি দেখা যাচ্ছে আমারা পেট্রোল টিম ২৪ ঘন্টা একটিভ রাখছি। আরিফুর রহমান আরো জানান আমতলীর নাগরিকদের যে কোন আইনগত সহযোগিতা দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের যেকোনো আইনগত সহযোগিতায় সরাসরি থানায় আসুন আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছি। আরিফুর রহমান আমতলী থানায় ৩/১০/২০২৫ ইং তারিখে যোগদান করেন। যোগদানের পর মাদক নির্মুলে তিনি শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি বরগুনা সদর থানায় কর্মরত ছিলেন।
যানাগেছে ২০২২ সালে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)তে কর্মরত থাকা কালীন তিনি শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন