• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
  • ইপেপার

শেখ হাসিনার নির্বাচনি এলাকায় জামায়াত নেতার শোডাউন

প্রকাশক / ৩১
রবিবার, ২ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছেন জেলা জামায়াতের আমির প্রফেসর রেজাউল করিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তিনি।

শনিবার (১ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াত নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে শোডাউন শুরু করে। শোভাযাত্রাটি উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১৪টি স্থানে পথসভা করে। পরে উপজেলা চত্বরে সমাবেশ করেন তারা।

এদিন দুপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আল মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাডা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুসনুর আহম্মেদ, সেক্রেটারি আক্তার দাড়িয়া।

বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর রেজাউল করিম সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের প্রতিশুতি দিয়ে পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন